বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। ছবি: বাংলাদেশ পুলিশ

চাকরি শেষে অবসরে যাওয়া ২০ পুলিশ সদস্যকে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছে নড়াইল জেলা পুলিশ। এ উপলক্ষে নড়াইল পুলিশ লাইন্স ড্রিলশেডে ২০ আগস্ট বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী পুলিশ সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন।

অবসরে যাওয়া ২০ পুলিশ সদস্য হলেন এএসআই (নিরস্ত্র) হেমায়েত হোসেন, এএসআই (সশস্ত্র) ইমরুল হোসেন, এএসআই (সশস্ত্র) ওয়াহিদুজ্জামান, কনেস্টবল মো. কামরুল হাসান, কনস্টেবল ইউসুফ আলী, কনস্টেবল মতিয়ার রহমান, কনস্টেবল সেলিম জাহাঙ্গীর, কনস্টেবল বজলুর রহমান, কনস্টেবল শের আলী খন্দকার, কনস্টেবল হাফিজুর রহমান, কনস্টেবল জাহাঙ্গীর আলম, কনস্টেবল মনিরুজ্জামান, কনস্টেবল রবিউল মোল্যা, কনস্টেবল মিজানুর করিম, কনস্টেবল মোস্তাফিজুর রহমান, কনস্টেবল সাইদুর রহমান, কনস্টেবল তৌহিদুর রহমান, কনস্টেবল মারফত আলি, কনস্টেবল জামশেদ আলী এবং কনস্টেবল রুহুল আমিন।

দেশ, জনগণ ও নাগরিক সেবায় অসামান্য অবদানের জন্য অনুষ্ঠানে উপস্থিত সব পুলিশ সদস্য করতালির মাধ্যমে পিআরএলে যাওয়া পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া, কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব প্রণব কুমার সরকারসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।