নড়াইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার হত্যা মামলার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পাঁচ দিনের মধ্যে প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানা-পুলিশ ২০ আগস্ট (রোববার) ওই আসামিদের গ্রেপ্তার করেছে।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম রাধা বল্লব বিশ্বাস (৭০)। তাঁকে হত্যার অভিযোগে গ্রেপ্তার আসামিদের নাম আলম শেখ (২৭), তাঁর দুই ভাই ইমরান শেখ (৩৫) ও ইমন শেখ (২২) এবং তাঁদের বাবা সালাম শেখ (৫০)।

জেলা পুলিশ জানায়, নড়াইল সদর থানার দেবভোগ গ্রামের বাসিন্দা রাধা বল্লব ১৬ আগস্ট জমিতে পাট কাটতে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে রাধা বল্লব মারা যান। এ ঘটনায় তাঁর ভাতিজা ১৮ আগস্ট নড়াইল সদর থানায় মামলা করেন। তাৎক্ষণিক কাজ শুরু করে দেয় পুলিশ। তারই ধারাবাহিকতায় সদর থানা-পুলিশ ২০ আগস্ট অভিযান চালিয়ে আলম শেখ, তাঁর ভাই ইমরান শেখ ও ইমন শেখ এবং তাঁদের বাবা সালাম শেখকে গ্রেপ্তার করে।