জোয়ারে ভেসে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের সদস্যরা পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তায় সব সময়ই তৎপর রয়েছেন। পর্যটকদের বিপদে, তাঁদের নিরাপত্তা দিতে পর্যটন-আকর্ষী স্থানগুলোতে যেকোনো প্রয়োজনে এগিয়ে আসছেন তাঁরা। এরই অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সমুদ্রসৈকতে বেড়াতে এসে জোয়ারে ভেসে যাওয়া ২ কিশোরকে উদ্ধার করেছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) এ ঘটনা ঘটে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন জানায়, ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ঝালকাঠির মো. মোস্তাফিজুর রহমান (১৩) ও বরগুনার বায়েজীদ (১৭) কুয়াকাটা সমুদ্রসৈকতে সাগরে গোসল করতে নামে। এ সময় তারা ভাটার টানে ভেসে যায়। তাদের চিৎকারে শুনে দায়িত্ব পালনরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ওয়াটার বাইক নিয়ে এগিয়ে যান। পরে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ট্যুরিস্ট পুলিশ জাফলং সাবজোনের সদস্যরা দর্শনার্থীদের বিপজ্জনক স্থান থেকে সরিয়ে আনেন। ছবি: বাংলাদেশ পুলিশ

এদিকে ট্যুরিস্ট পুলিশ জাফলং সাবজোন জানায়, সিলেটে জাফলং সংগ্রাম পুঞ্জি মায়াবী ঝরনায় দর্শনার্থীরা বিপজ্জনক স্থানে উঠে পড়লে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা দুর্ঘটনা এড়াতে ওই পর্যটকদের নিরাপদ স্থানে নামিয়ে আনেন।