সেমিনারে উপস্থিত অতিথিগণ। ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে ’পর্যটন গন্তব্যে নিরাপত্তা ঝুঁকি, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশন) সরকার নুরুল আমিন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পর্যটন) তাহের মুহাম্মদ জাবেরের সভাপতিত্বে বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. ইলিয়াছ শরীফ, ট্যুরিস্ট পুলিশ সুপার মো. আশরাফুর রহমান।

এ সময় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি শিবলুল আজম কোরেশী বলেন, মাত্র ১ হাজার ৪০০ জন ট্যুরিস্ট পুলিশ আমাদের বিস্তৃত পর্যটন এলাকা নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এটা বাস্তবে কোনোক্রমেই সম্ভব নয়। পুলিশের কার্যক্রমের সঙ্গে কমিউনিটিকে সংযুক্ত করলে অনেকটা সহজ হবে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে হবে।