বল দখলের লড়াইয়ে লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রস্তুতি ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বদলি হিসেবে নেমে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। এই জয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্ব অর্জন করল আর্জেন্টিনা।

ম্যাচের ৫৬ মিনিটে লাওতারো মার্টিনেজের বদলি হিসেবে তিনি খেলতে নেমেছিলেন। জোড়া গোলের ফলে ১৬৪টি আন্তর্জাতিক ম্যাচে মেসির গোলসংখ্যা বর্তমানে ৯০।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড অবশ্য ইতালির দখলে। ২০১৮-২০২২ সালের মধ্যে আজ্জুরিরা ৩৭টি ম্যাচে অপরাজিত ছিল। আর তিন ম্যাচ অপরাজিত থাকলেই নতুন রেকর্ড গড়বে আর্জেন্টিনা।

ম্যাচের ১৩ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮৬ মিনিটে মেসি প্রথম গোলটি করেন। মিডফিল্ডার গিওভানি লো সেলসোর সহায়তায় কোনাকুনি শটে তিনি জ্যামাইকার গোলরক্ষককে পরাস্ত করেন। তিন মিনিট পর ফ্রি-কিক থেকে আবারও গোল করেন মেসি।