প্রতীকী ছবি

টানা চতুর্থবার এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

পেনাল্টি শুট আউটে ওমানকে ৫-৩ গোলে পরাজিত করে রোববার শিরোপা জিতেছে বাংলাদেশ হকি দল। খবর বাসসের।

নির্ধারিত সময় ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। পেনাল্টিতে বাংলাদেশ পাঁচটির মধ্যে পাঁচটিতেই গোল করেছে। ওমান করেছে তিনটি। তাতে বাংলাদেশ ৫-৩ গোলে ওমানকে হারিয়ে টানা চতুর্থবারের মতো এএইচএফ কাপের ট্রফি জিতল।

গ্রুপ পর্বে ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। গ্রুপে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ইরানকে হারানোর পর সেমিফাইনালে কাজাখস্তানকে হারায় লাল-সবুজ জার্সিধারীরা।
২০০৮ সাল থেকে বাংলাদেশ এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন। গ্রুপ পর্বে চার ও সেমিফাইনাল জেতার পর ফাইনালেও বাজিমাত ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দলের। বাংলাদেশ অপরাজিত থেকেই ধরে রাখল এএইচএফ কাপ হকির শিরোপা।