ফরিদপুরে গ্রেপ্তার হওয়া আসামিদের কয়েকজন। ছবি: পুলিশ নিউজ

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ২০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে ৩৬ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সাতটি মোটরযান জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা পুলিশ জানায়, কোতোয়ালি থানার একটি দল অভিযান চালিয়ে শহরের কাঠপট্টি থেকে সোয়া দুই লিটার মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ছাড়া পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানা-পুলিশের অভিযানে মানব পাচার মামলার আসামি হালিমা বেগম ওরফে হালিকে (৫২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়। এ ছাড়া অন্য মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, মধুখালী থানা-পুলিশের অভিযানে নিয়মিত মামলায় পাঁচ আসামি এবং পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

বোয়ালমারী থানা-পুলিশ পৃথক মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে। এ ছাড়া সদরপুর থানা-পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

জেলা ট্রাফিক পুলিশের কার্যক্রম

গত এক দিনে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ১২টি মামলা দায়েরের পাশাপাশি ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল, দুটি ইজিবাইক, একটি কাভার্ড ভ্যান, একটি পিকআপ এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।