পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

যমুনা এক্সপ্রেস ট্রেনে ডিউটিরত রেলওয়ে পুলিশের হাতে চিহ্নিত একজন টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন গন্তব্যের ১৭টি আসনের ৫টি টিকিট উদ্ধার করা হয়েছে।

আজ ১৪ এপ্রিল সকাল অনুমান সাড়ে ৮টায় যমুনা এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত টিকিট কালোবাজারি ফরহাদকে (২৩) ভিন্ন ভিন্ন ট্রেনের বিভিন্ন গন্তব্যের ১৭টি আসনের ৫টি টিকিটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় টিকিট কালোবাজারি ফরহাদের কাছ থেকে টিকিট কালোবাজারির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গফরগাঁও রেলওয়ে স্টেশনের চিহ্নিত টিকিট কালোবাজারি মো. শরীফ তাকে ওই টিকিটগুলো বিক্রি করার জন্য দিয়েছিলেন। ওই আসামির পিসি/পিআর পর্যালোচনায় দেখা যায়, তাঁর বিরুদ্ধে টিকিট কালোবাজারি সংক্রান্তে ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি মামলা রয়েছে।

তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। রেলওয়ে পুলিশের টিকিট কালোবাজারিবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।