হবিগঞ্জের মাধবপুর থানা-পুলিশের অভিযানে চোরাই পণ্যসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

হবিগঞ্জে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চোরাচালানসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা থেকে ১৪ মার্চ (মঙ্গলবার) তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. হাবিবুর রহমান (৪২)।

জেলা পুলিশ জানায়, মাধবপুর থানা-পুলিশ ১৪ মার্চ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বেলা দেড়টার দিকে মাধবপুর থানার মাধবপুর পৌরসভা এলাকা থেকে চোরাই পণ্যসহ হাবিবুরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য ১ হাজার ৩২৯ প্যাকেট ট্যাং, ২ হাজার ৮৮০টি কাবেরী মেহেদি কোন, ৪৮০টি বেটনোভেট-এন ক্রিম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাধবপুর থানায় মামলা হয়েছে।