আজ ১৪ এপ্রিল ১ বৈশাখ সারা দেশে চলছে বাঙালির বর্ষবরণ অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলা পুলিশ লাইনসে নড়াইল জেলা পুলিশের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও পান্তা-ভর্তা, মাছ, মিষ্টির আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মহোদয়ের সহধর্মিণী ও জেলা পুলিশের পুনাক সভানেত্রী নাজিয়া খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।

পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। গ্রামবাংলার ঐতিহ্য গরুর গাড়ি ছিল মঙ্গল শোভাযাত্রার অন্যতম আকর্ষণ। পরে পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সকলের মঙ্গল কামনা করেন। পরিশেষে সকলের সাথে মাটির সানকিতে পান্তা-ভর্তা, মাছ খাওয়া উপভোগ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মো. দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) এবং তাঁর সহধর্মিণী সুস্মিতা বিশ্বাস; মীর শরিফুল হক, ডিআইও-০১; মো. সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখা; মো. শহিদুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর; মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা; মো. হাসানুজ্জামান, টিআই-০১; মো. আবুল হোসেন, আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।