সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হোটেলে অভিযানে জঙ্গিদের অবরোধের অবসান ঘটায় নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আল-শাবাব জিহাদিদের ৩০ ঘণ্টা ধরে চলা অবরোধের অবসান হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানান, জঙ্গিদের হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত ও অনেকে আহত হয়েছে।

আল-কায়েদার সহযোগী আল-শাবাব শুক্রবার সন্ধ্যায় বিখ্যাত হায়াত হোটেলে বন্দুক ও বোমা হামলা চালিয়ে এটি দখল করে রাখে। খবর বাসসের।

নাম প্রকাশ না করার শর্তে এক কমান্ডার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবরোধের অবসান ঘটিয়েছে এবং বন্দুকধারীরা মারা গেছে। গত এক ঘণ্টায় ভবন থেকে কোনো গুলি ছোড়ার খবর পাওয়া যায়নি।’