ইউক্রেন বন্দর ছেড়েছে শস্যবাহী জাহাজ। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সমর্থিত চুক্তির অধীনে কৃষ্ণসাগরে রাশিয়ার অবরোধ তুলে নেওয়ার পর শুক্রবার ইউক্রেন ছেড়ে গেছে শস্যবোঝাই আরও তিনটি জাহাজ।

পানামার পতাকাবাহী নাভিস্টার ৩৩ হাজার টন শস্য নিয়ে ওডেসা বন্দর ছেড়ে আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে। দুটি জাহাজ চোরনোমর্স্ক বন্দর ছাড়ে। খবর বাসসের।

মাল্টার পতাকাবাহী রোজেন ১৩ হাজার টন শস্য নিয়ে ব্রিটেনের দিকে এবং তুর্কি পতাকাবাহী পোলারনেট ১২ হাজার টন শস্য নিয়ে তুরস্কের দিকে রওনা হয়েছে।

বার্বাডোস-পতাকাবাহী খালি জাহাজ ফুলমার শস্যবোঝাই করার জন্য চোরনোমর্স্ক বন্দরের দিকে যাচ্ছে।

ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালানোর পর মস্কো ও কিয়েভ গত মাসে ইস্তানবুলে প্রথমবারের মতো ইউক্রেনীয় বন্দরগুলো থেকে গম ও অন্যান্য শস্যের চালান ফের শুরু করতে সম্মত হয়।

ওই চুক্তির পর ২৬ হাজার টন ভুট্টাবোঝাই প্রথম জাহাজটি গত সোমবার ওডেসা বন্দর থেকে লেবাননের ত্রিপোলি বন্দরের উদ্দেশে রওনা হয়।