ভারতের মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ে গত রোববার (১৬ এপ্রিল) এক সরকারি অনুষ্ঠানে গরমে অসুস্থ হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ দিন মুম্বাইয়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

খোলা মাঠের মধ্যে কয়েক ঘণ্টা ধরে ওই অনুষ্ঠান হয়। হিট স্ট্রোকে অসুস্থ হয়ে প্রায় ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। খবর এনডিটিভির।

নভি মুম্বাইয়ের বিশাল খারঘরের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবক আপ্পাসাহেব ধর্মাধিকারীর হাতে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে পুরস্কার প্রদান। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ও মিডিয়ার জন্য শামিয়ানার ব্যবস্থা থাকলেও মাঠে জড়ো হওয়া অগণিত দর্শকের জন্য কোনো ছায়ার ব্যবস্থা ছিল না।

এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের জন্য পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। অসুস্থ হওয়া লোকজনের চিকিৎসার খরচও দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।