পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা সরঞ্জাম। ছবি : বাংলাদেশ পুলিশ

বগুড়ার আদমদীঘি থানার সদস্যরা অভিযান চালিয়ে ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, একটি হাতুড়ি, দুটি লাঠি, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (২১ আগস্ট) ভোরে আদমদিঘী থানাধীন সান্তাহার পৌরসভার মালশন গ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. বুলবুল (৩৪), মো. হাসান (২৫), মো. ফরিদ (২৬), মো. সেন্টু সরদার (৩৫), মো. রেজাউল মণ্ডল (২৬) ও মো. মুকুল মণ্ডল (৫০)। তাঁদের বাড়ি নওগাঁ জেলায়। তাঁদের মধ্যে মুকুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

আদমদীঘি থানা-পুলিশ জানায়, ডাকাতদলের কয়েক জন সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁরা আন্তজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।