ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে আড়াই লাখ ডলার সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ ১৬ মে বুধবার এ তথ্য জানানো হয়।

দেশটির রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ ঘূর্ণিঝড়পীড়িত বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে আছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দূর্যোগ ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র পাঁচ দশক ধরে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

ইউএস এইডের মাধ্যমে মার্কিন সরকার ২০০১ সাল থেকে দুর্যোগ প্রবণ এলাকায় প্রায় ৯শ বহুমুখী আশ্রয়কেন্দ্র তৈরি করেছে এবং আগাম সতর্ক ব্যবস্থায় বিনিয়োগ করেছে, যা হাজারও মানুষকে ঘূর্ণিঝড়, বন্যা সহ অন্যান্য দুর্যোগ থেকে নিরাপদ রাখছে।

যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের রিলিফ সহায়তায় সর্বোচ্চ অংশীদার।