পুলিশি হেফাজতে তিন আসামি এবং উদ্ধার করা অটোরিকশা। ছবি : বাংলাদেশ পুলিশ

দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের তৎপরতায় ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছে থেকে তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বিআরটিএ অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ভোলার লালমোহন থানা এলাকার মো. রফিক (৩৬) ও মো. আলমগীর হোসেন (৫০) এবং বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকার মো. মেহেদী হাসান (২২)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল হক জানান, বেশ কিছুদিন ধরেই কেরানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হচ্ছিল। এ নিয়ে ছায়া তদন্ত শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার এবং তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।