জব্দ করা গাঁজা। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর খিলগাঁও থেকে ১৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ (ডিবি)। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিরা হলেন উৎপল মৌলিক, রহমত উল্লাহ রিমন ও মো. আ. আজিম।

খিলগাঁও থানার বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার্সগামী রোডে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস পিপিএম বলেন, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় তথ্য পাওয়া যায়, কিছু মাদক কারবারি গাঁজা কেনাবেচার জন্য খিলগাঁও থানার বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার্সগামী রোডের এইচটিএস পেট্রলপাম্পের সামনে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালাতে গেলে গাঁজাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার আসামিদের নামে খিলগাঁও থানায় মামলা হয়েছে।