জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর দারুস সালাম থেকে ৬ হাজার ইয়াবাসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ (ডিবি)। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিরা হলেন, মো. বাবুল ওরফে ভাসানী ওরফে সাগর, বাদল বিশ্বাস, মো. আবুল কালাম আজাদ, মো. মিজানুর রহমান বিশ্বাস, মো. হানিফ মোল্লা ও মো. মেহেদী হাসান।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, শুক্রবার (৫ আগস্ট) মহানগরীতে গাড়ি চুরি প্রতিরোধ ও অবৈধ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তথ্য পাওয়া যায়, কয়েকজন মাদক কারবারি দারুস সালামের মাজার রোডে ইয়াবা কেনা-বেচার জন্য অবস্থান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রাত ৮টা ২০ মিনিটের দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা বড়িসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার আসামিরা কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাঁদের নামে দারুস সালাম থানায় মামলা হয়েছে।