জব্দ করা ইয়াবা। ছবি : ডিএমপি নিউজ।

রাজধানীর রমনায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ (ডিবি)। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. আবু সাঈদ, মো. কালু মিয়া, মো. আবু ইউসুফ লিটু আহাম্মেদ ওরফে লিটন ও মো. সেলিম। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৯৫০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

শুক্রবার (৫ আগস্ট) বেলা ১টা ৪০ মিনিটের দিকে রমনা থানার শিল্পকলা একাডেমির সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম জহিরুল ইসলাম বিপিএম বলেন, কিছু মাদক কারবারি রমনা থানার শিল্পকলা একাডেমির সামনে ফুটপাতের ওপর ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালানো হয়।

গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ইয়াবাসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার আসামিরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা বড়ি এনে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন। তাঁদের নামে রমনা থানায় মামলা হয়েছে।