বেলুন উড়িয়ে ট্রাফিক সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতা কর্মসূচি পালন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

‘ট্রাফিক আইন মানব, নিরাপদ সিলেট গড়ব’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার (৫ মার্চ) সকালে নগরীর চৌহাট্টা পয়েন্টে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম।

সড়ক পরিবহন আইনে মেনে চলতে, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে এবং হেলমেট পরে মোটরসাইকেল চালানোর আহ্বান জানান এসএমপি কমিশনার। এ ছাড়া উল্টো পথে যানবাহন না চালাতে এবং যত্রতত্র পার্ক না করার আহ্বান জানান তিনি।

চালকদের মধ্যে ফুল ও লিফলেট বিতরণ করেন এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় গাড়িচালকদের মধ্যে ফুল ও লিফলেট বিতরণ করেন এসএমপি কমিশনার। এ ছাড়া গাড়িতে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন তিনি। এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরে নগরীর সিটি পয়েন্ট ও হুমায়ুন রশীদ চত্বরে পথচারী এবং পরিবহনসংশ্লিষ্টদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।