অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা হিরেন্দ্রনাথ মল্লিক।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অ্যাডিশনাল আইজি বনজ কুমার মজুমদার বিপিএম (বার) পিপিএমের শ্বশুর অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা হিরেন্দ্রনাথ মল্লিক পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ১০ মার্চ (রোববার) দিবাগত রাত দেড়টার দিকে হিরেন্দ্রনাথ মল্লিক শেষনিশ্বাস ত্যাগ করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পিবিআইয়ের ডিআইজি (পূর্বাঞ্চল) মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম (সেবা) পিপিএম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা হিরেন্দ্রনাথ মল্লিক স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৩৮ সালের ৪ নভেম্বর চট্টগ্রাম নগরীর গোসাইডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অত্যন্ত সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখেন।

বীর মুক্তিযোদ্ধা হিরেন্দ্রনাথ মল্লিক একজন চৌকস ও কৃতী ক্রীড়াবিদ ছিলেন। তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে কোচ ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পিবিআই পরিবার।