ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের তালিকায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন ফ্রান্সের ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে এমবাপ্পের সম্ভাব্য আয় হবে ১২৮ মিলিয়ন ডলার।

এমবাপ্পের ক্লাব সতীর্থ আর্জেন্টাইন অধিনায়ক মেসি ১২০ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা রোনালদোর আয় ১০০ মিলিয়ন ডলার।

শীর্ষ পাঁচে থাকা পিএসজির নেইমারের আয় ৮৭ মিলিয়ন ডলার এবং লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর আয় ৫৩ মিলিয়ন ডলার।

চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আর্লিং হালান্ড দুর্দান্তভাবে প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করেছেন। অভিষেকেই ৩৯ মিলিয়ন ডলার আয় নিয়ে তিনি তালিকার শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।