মতবিনিময় সভায় কেএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিক ও সুধী সমাজের লোকজন। ছবি : কেএমপি

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।

কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আজ বিকেল ৪টা ৫ মিনিটের নিরাপদ সড়ক চই (নিসচা) খুলনা মহানগরের আয়োজনে খুলনা প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক হুমায়ুন বালু মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় এই সভার।

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। এ ছাড়া উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—নিসচা খুলনার উপদেষ্টা, সড়ক ও জনপদ বিভাগ খুলনার নির্বাহী পরিচালক, বিআরটিএ খুলনার সহকারী পরিচালক, সাংবাদিক।