ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযুক্তকারী সেতুতে বিস্ফোরণ হয়েছে। এতে ওই সেতু দিয়ে চলাচলকারী তেলবাহী ট্রেনে ভয়াবহ আগুন লেগে ধসে পড়েছে সেতুর একাংশ।

স্থানীয় সময় আজ শনিবার সকাল ৬টার দিকে ওই বিস্ফোরণ হয়। খবর প্রথম আলোর।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ওই সেতুর নাম ‘কার্চ ব্রিজ’। শনিবার সকালে সেতুর গাড়ি চলাচলকারী লেনে একটি ট্রাকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে সেতুতে থাকা একটি তেলবাহী ট্রেনের সাতটি ট্যাংকারে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ধসে পড়ে গাড়ি চলার দুটি লেনও। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।