সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় শ্যামনগর থানার অফিসার ও ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান চালায়।
গতকাল শুক্রবারের এই অভিযানে নিয়মিত মামলার ছয়জন, ৬ মাসের সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন ও সিআর পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ওলিউর রহমান, জিএম রাশিদুল ইসলাম (৪২), কামরুল ওরফে কামরুল কামরুজ্জামান টুটুল, মো. সেলিম হোসেন, জাহাঙ্গীর (২৫), মলিনা মন্ডল (৩৮), যমুনা মন্ডল (৩০) ও সঞ্জয় কুমার সরদার (৩২)। তাঁরা সবাই সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা।
আসামিদের আদালতে পাঠানো হয়েছে।