লিওনেল মেসি ও জ্লাতান ইব্রাহিমোভিচ। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান বলে জানিয়েছেন এসি মিলানের ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ।

দুবাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন সুইডিশ ওই তারকা। খবর বাসসের।

নিজের সমান পঞ্চমবারের মতো বিশ্বকাপ আসরে খেলতে যাওয়া মেসি আর্জেন্টিনার হয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মোকাবিলা করার সময় প্রাণপণ চেষ্টা করবেন দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছাতে।

৩৫ বছরে পদার্পণ করা মেসির জন্য এটিই হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ইতোমধ্যে কাতারের এই বিশ্বমঞ্চ থেকে ছিটকে পড়েছে ফেভারিটের তালিকায় থাকা ব্রাজিল, পর্তুগাল, জার্মানি ও স্পেনের মতো দলগুলো। ফলে ১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার জন্য প্রাণপণ চেস্টা করবে আর্জেন্টাইনরা।

দুবাইয়ে এসি মিলান সতীর্থদের সঙ্গে শীতকালীন ট্রেনিং ক্যাম্পে আসা ইব্রাহিমোভিচ বলেন,‘ আমার মনে হয় শিরোপা কে জয় করবে সেটি ইতোমধ্যে লেখা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি। আমার মনে হয় মেসিই এবার বিশ্বকাপের শিরোপা জয় করবেন। এটি ইতোমধ্যে লেখা হয়ে গেছে।’