ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। ছবি : সংগৃহীত

ব্রাজিলের সান্তোস ক্লাব থেকে ২০১৩ সালে বার্সেলোনায় যোগদানসংক্রান্ত দুর্নীতির মামলা থেকে নেইমারকে অব্যাহতি দিয়েছেন স্পেনের একটি আদালত।

আদালতের বিবৃতিতে বলা হয়, এফসি বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ও সান্দ্রো রাসেল, সান্তোস এফসির প্রেসিডেন্ট ওদিলিও রদ্রিগেজ ও নেইমারসহ ৯ জনকে মামলা থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিচারকরা।

২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। সেই দলবদল নিয়ে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। নেইমারের সঙ্গে এই মামলার বিবাদীপক্ষে ছিলেন তাঁর মা-বাবা, বার্সেলোনা ও সান্তোস ক্লাবের সভাপতিরা।

ডিআইএসের অভিযোগ, ব্রাজিলিয়ান ক্লাবটি থেকে নেইমারের বার্সেলোনায় যোগদানে দলবদলের প্রকৃত অঙ্কটা প্রকাশ করা হয়নি। এতে ডিআইএস স্বত্ব অনুযায়ী যে টাকাটা পাওয়ার কথা ছিল, তা পায়নি। পিএসজি তারকা নেইমার এ অভিযোগ অস্বীকার করে ২০১৭ সালে স্পেনের উচ্চ আদালতে আপিল করে হেরে যান। এরপর বিচার প্রক্রিয়া শুরু হয়। এবার সেই মামলা থেকে অব্যাহতি পেলেন নেইমার।