বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আর বুধবার (১৪ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামবে টাইগাররা। তাই এই ম্যাচের আগের রাতে ক্রিকেটারদের বিশ্বকাপ ফুটবল দেখা বোকামি হবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

রাসেল ডোমিঙ্গো বলেন, টেস্ট ম্যাচ শুরুর আগে রাত তিনটা পর্যন্ত খেলা দেখা বোকামি হবে।

ক্রিকেটারদের খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে ডোমিঙ্গো বলেন, ‘স্পষ্ট কথা হচ্ছে, আমাদের বিছানায় যেতে হবে। আপনি ভোর তিনটা পর্যন্ত ফুটবল দেখবেন এবং সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া টেস্ট খেলতে পারবেন না। এটা বোকামি। তারা এমনটা করলে আমি হতাশ হব।’

বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন খেলোয়াড় আর্জেন্টিনার সমর্থক। তাই ম্যাচটি না দেখতে পারলে ক্রিকেটারদের হতাশ হওয়ারই কথা।