ট্রফি হাতে লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে পেছনে ফেলে ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পুরস্কারটির বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। সপ্তমবারের মতো পুরস্কারটি জিতলেন তিনি।

সেরার লড়াইয়ে ২০২১ সালে ৮ অগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়।

প্রতিবছর ফিফার সদস্যভুক্ত দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা হিসেবে একজন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়। গত বছরটা পিএসজির তারকা মেসির জন্য ছিল ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়। ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন।

বর্ষসেরা কোচ হিসেবে আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কার জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ।

নারী বিভাগে সেরা ফুটবলারের পুরস্কার ধরে রেখেছেন পুটেলাস। নারী ক্যাটাগরিতে সেরা কোচ নির্বাচিত হয়েছে ইংল্যান্ডের ইউরোজয়ী ডাচ কোচ সারিনা উইগম্যান। আর সেরা নারী গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ইংলিশ গোলরক্ষক ম্যারি এরাপস।