প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি। ছবি: পুলিশ নিউজ

হবিগঞ্জ জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার নেতা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করছেন পুলিশ সুপার। ছবি: পুলিশ নিউজ

উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, জাতীয় খেলা হিসেবে কাবাডি গ্রামগঞ্জের একটি ঐতিহ্যবাহী খেলা। খেলাধুলা থাকলে দাঙ্গা-হাঙ্গামা হবে না, যুবকরা মাদক সেবন করবে না, শরীর ভালো থাকবে।

উদ্বোধনী খেলায় মাধবপুর উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয় হবিগঞ্জ সদর উপজেলা।