মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাবু কাজী ওরফে সুমন। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৬ মার্চ) দুপুরে শরীয়তপুরের নড়িয়া থানাধীন চাকধবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. বাবু কাজী ওরফে সুমনের (৩৫) বাড়ি শরীয়তপুরের জাজিরা থানা এলাকায়।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, ধারের টাকা ফেরত চাওয়ায় মো. হালিম (২৮) নামের এক ব্যক্তিকে হত্যার পর লাশ গুম করা হয়। ২০১৪ সালের ১৭ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুর এলাকা থেকে তাঁর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ফতুল্লা থানায় হত্যা মামলা করেন।

তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় আদালত মো. বাবু কাজী ওরফে সুমনকে মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে আরেকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। এরই ধারাবাহিকতায় সোমবার ঘটনাস্থলে থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।