অগ্নিকাণ্ড কবলিত আবাসিক ভবন। ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে একটি ২০ তলা আবাসিক ভবনে আগুনে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। ২২ জানুয়ারি (শনিবার) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

সকাল ৭টার দিকে নগরীর টারদেও এলাকায় একটি ভবনের ১৮ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু প্রচুর ধোঁয়া রয়ে গেছে। সবাইকে উদ্ধার করা হয়েছে।’

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। নগর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেটি কাজে লাগানো হয়েছে। আহতদের সবাইকে নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর সাতজনের মৃত্যু হয়েছে।