নাইজেরিয়ার বর্নো রাজ্যে দুজনকে হত্যা এবং ২০ শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ২১ জানুয়ারি (শুক্রবার) এক স্থানীয় নেতা ও দুজন বাসিন্দা এ খবর জানান। খবর এএফপির।

নাইজেরিয়ায় এক দশকের বেশি সময় ধরে ব্যাপক জঙ্গি তৎপরতা অব্যাহত রয়েছে। সরকারের প্রচেষ্টা সত্ত্বেও জঙ্গি তৎপরতা কমছে না। প্রায়ই বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। হত্যা, অপহরণও প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএ) জঙ্গিরা ২০ জানুয়ারি (বৃহস্পতিবার) নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় চিবক শহরের কাছের পিয়েমি গ্রামে হামলা চালিয়ে দুজনকে হত্যা এবং ১৩ বালিকা ও সাত বালককে অপহরণ করে।

স্থানীয় সরকারের এক কর্মকর্তা এ হামলার খবর নিশ্চিত করেছেন।