রাশিয়া থেকে বাগেরহাটের মোংলায় আসা জাহাজ ‘এমভি কামিল্লা’। ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পণ্য নিয়ে একটি রুশ জাহাজ এসেছে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে।

সোমবার বিকেল ৪টায় মোংলা বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়ে রাশিয়ার পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ জাহাজটি। খবর বাসসের।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর ২৮ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি রাশিয়ার তামারুক বন্দর ত্যাগ করে।

জাহাজে ১৩ জন নাবিক রয়েছেন। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩ হাজার ৩২৮ দশমিক ২৩৭ টন মেশিনারিজ রয়েছে।