মালয়েশিয়ার একটি অননুমোদিত ক্যাম্প সাইটে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা বুধবার (২১ ডিসেম্বর) তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখে। খবর বাসসের।

রাজধানী কুয়ালালামপুরের উত্তরে সেলাঙ্গর রাজ্যের বাটাং কালি শহরের কাছে একটি খামারে গত শুক্রবার ভোরে ভূমিধস হয়। এ ঘটনায় আরও আটজন নিখোঁজ রয়েছেন।

বিভিন্ন সংস্থার প্রায় ৬৮০ জন কর্মী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় পুলিশপ্রধান সুফিয়ান আবদুল্লাহ বলেন, মঙ্গলবার রাতে এক কিশোরীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। মেয়েটির বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। তাকে মাটির পাঁচ মিটার (১৬ ফুট) নিচ থেকে উদ্ধার করা হয়।

কর্মকর্তারা বলেছেন, ভূমিধসের সময় পাহাড়ের ক্যাসিনো রিসোর্টের কাছে ক্যাম্প সাইটে ৯০ জনের বেশি লোক ছিলেন। তাঁদের বেশির ভাগই ঘুমিয়ে ছিলেন। ৬০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ফার্মটির ক্যাম্প সাইট চালানোর অনুমোদন ছিল না। আইন ভঙ্গের প্রমাণ পেলে শাস্তি দেওয়া হবে।