বড়দিনকে সামনে রেখে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন আরপিএমপি কর্মকর্তারা। ছবি: আরপিএমপি

বড়দিনকে সামনে রেখে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর মহানগরীর খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।

বুধবার দুপুর ১২টার দিকে আরপিএমপির উপকমিশনারের (সিটিএসবি) কার্যালয়ে রংপুর মহানগরীর খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন উপাসনালয়ের প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা হয়।

সভায় আরপিএমপির প্রতিনিধিত্ব করেন উপকমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক। এতে আরও উপস্থিত ছিলেন উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন ও অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি) সাজ্জাদ হোসেন।

খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন উপাসনালয়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানাধীন ব্যাপ্টিস্ট চার্চের ফাদার ও রংপুর জেলা আন্তক্যাথলিক ঐক্য পরিষদের সভাপতি পরশ হালদার, তাজহাট থানাধীন কেডিসি সেন্ট সিসিলি চার্চের সভাপতি সিলাস কুজুর, তাজহাট থানাধীন উত্তর শেখপাড়া ক্যাথলিক চার্চের সভাপতি বুধু ধানোয়ার, তাজহাট থানাধীন উত্তর শেখপাড়া টালী থাকুমি চার্চের সভাপতি স্বপন খালকো, একই থানার বোকরাম ক্যাথলিক চার্চের সভাপতি জামিল হাজদা ও কোতোয়ালি থানাধীন এজি চার্চের পরিচালক পল কেরী।