যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুজনের প্রাণহানি ঘটেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্প-পরবর্তী একাধিক পরাঘাতও অনুভূত হয়েছে। ইউএসজিএস বলেছে, সান ফ্রান্সিসকো থেকে ২৫০ মাইল দূরের এই অঞ্চলে আগামী দিনগুলোয় আরও কম্পন অনুভূত হতে পারে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় হাম্বোল্ট কাউন্টির ইউরেকা বন্দর নগরীতে স্থানীয় সময় ২০ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কারণে পাথর ধসের ঘটনা ঘটেছে, প্রায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
হাম্বোল্ট কাউন্টির জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে ইল রিভার ভ্যালিতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে অন্তত ১১ জন আহত ও দুজনের প্রাণহানি ঘটেছে।