দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি হাসপাতালের কাছে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৪ ডিসেম্বর) সকালে জোহানেসবার্গের পূর্বদিকের নগরী বুকসবার্গে দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।

ধারণা করা হচ্ছে, ট্যাঙ্কারটি একটি উড়াল সড়কের নিচ দিয়ে যাওয়ার সময় সেটির সঙ্গে জোরে ধাক্কা খেলে বিস্ফোরিত হয়।

দুর্ঘটনাস্থল থেকে তাম্বো মেমোরিয়াল হাসপাতালের দূরত্ব মাত্র ১০০ মিটার। বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় হাসপাতালটির ছাদের একটি অংশ ধসে পড়ায় সেখানে থাকা রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম অ্যান্টলাদি বলেন, দেখে মনে হচ্ছে তরল গ্যাস ভরা একটি ট্যাঙ্কার উড়াল সড়কের নিচে দিয়ে যাওয়ার সময় আটকে যায় এবং প্রচণ্ড ধাক্কার কারণে সেটিতে আগুন ধরে যায়।

আগুন নেভানোর সময় বিস্ফোরণের ধাক্কায় একটি ফায়ার ইঞ্জিন এবং দুইটি গাড়ি উড়ে যায়।