সিএমপির অভিযানে ছিনতাই হওয়া সামগ্রীসহ গ্রেপ্তার চারজন। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ্ থানার অভিযানে ছিনতাই হওয়া একটি ডিএসএলআর ক্যামেরা, তিনটি মোবাইল সেট, হাতঘড়ি, ছুরিসহ চারজন গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানায়, ২০ ডিসেম্বর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তিন সদস্য বেড়াতে গিয়ে আকবর শাহ থানাধীন বায়েজিদ লিংক রোডের ৫ নম্বর ব্রিজের দক্ষিণ পাশের পাহাড়ের পাদদেশে খালি জায়গায় বসে গল্প করছিলেন। ওই সময় ৫ দুর্বৃত্ত তাঁদের গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে একটি ডিএসএলআর ক্যামেরা, ৪টি মোবাইল ফোন ও হাতঘড়ি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীরা মৌখিক অভিযোগ দেন, যার পরিপ্রেক্ষিতে ২২ ডিসেম্বর আকবর শাহ থানার একটি বিশেষ টিম ৯ ঘণ্টা অভিযান চালিয়ে মো. অনিক, মো. ইসমাইল ওরফে সোহেল, মো. মীর হোসেন বাবু ও মো. শহিদুল ইসলাম জিহাদকে আটক করে।

ওই চারজনের কাছ থেকে চুরি হওয়া সামগ্রীগুলো উদ্ধার করা হয়।