কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা-পুলিশের হেফাজতে মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

২১ হাজার নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবুল কালাম ওরফে কালা মিয়ার ছেলে শাহজালাল (৩০)। তাঁর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াছিন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে শাহজালালকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর বসতঘর থেকে ২১ হাজার নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।