কোতোয়ালি থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার ২ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লার রেইসকোর্স এলাকা থেকে দুই মাদক কারবারিকে কোতোয়ালি মডেল থানা-পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে সদর ট্রাফিক পুলিশ। গত বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ৩২ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ২ মাদক কারবারি হলেন কোতোয়ালি মডেল থানার আমড়াতলী ইউনিয়নের বানাসুয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২৮) ও জেলার বরুড়া থানার মুকুন্দপুর এলাকার আব্দুল গণি মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৩)।

জানা যায়, গত বুধবার সন্ধ্যায় কুমিল্লা সদর ট্রাফিকের অ্যাসিসটেন্ট টাউন সাব-ইন্সপেকটর (এটিএসআই) মো. নূর উদ্দিন বাহার কোতোয়ালি থানার রেইসকোর্স এলাকায় চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জীবন রায় চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম মিয়ার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি এবং মাদক আইনে তিনটি মামলা আদালতে বিচারাধীন। গাঁজা উদ্ধারের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।