কোতোয়ালি থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লার কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনের ভেতরে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার বারোপাড়া এলাকার মৃত ইকবালের ছেলে সানি (২৩) ও নুরপুর এলাকার সাকিব (২৩)।

জানা যায়, বৃহস্পতিবার সাড়ে ৬টার দিকে কোতোয়ালি থানার এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সানি ও সাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরকে মাদক কারবারি নুরে আলম ওরফে নুরা (৪০) পালিয়ে যায়। অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সানির বিরুদ্ধে ২টি মাদক মামলা ও পলাতক আসামি নুরে আলম ওরফে নুরার বিরুদ্ধে পূর্বের ১৭টি মাদক মামলা, ১টি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা এবং ১টি মারামারি মামলা আদালতে বিচারাধীন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।