মহাকাশ থেকে ফেরা চীনের তিন নভোচারী। ছবি : সংগৃহীত

মহাকাশে চীনের স্পেস স্টেশন তিয়ানহেতে তিন মাস অবস্থান করার পর পৃথিবীতে ফিরে এসেছেন চীনের তিন নভোচারী: নিয়ে নি হাইসেং, লিউ বোমিং ও ত্যাং হনবো।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টা ৩৫ মিনিটে তাঁরা মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন। খবর প্রথম আলোর।

এর আগে গত ১৭ জুন ওই তিন নভোচারী পৃথিবী ছাড়েন। এরপর থেকে তাঁরা ভূপৃষ্ঠের ৩৮০ কিলোমিটার উচ্চতায় চীনের মহাকাশ কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানে তাঁরা নানা পরীক্ষা-নিরীক্ষা চালান।

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, গত ৯০ দিনে নভোচারীরা মহাকাশে চালানো নানা পরীক্ষার তথ্য–উপাত্ত পৃথিবীতে পাঠিয়েছেন। এ ছাড়া অভিযানের অংশ হিসেবে মহাকাশে ঘণ্টাব্যাপী হেঁটেছেন তাঁরা।

চীনের অ্যারোস্পেস সায়েন্স ও ইন্ডাস্ট্রি করপোরেশনের বরাত দিয়ে নভোচারীদের অবস্থান করা তিয়ানহে কোর মডিউলের একটি বর্ণনা দিয়েছে গ্লোবাল টাইমস। সেখানে বলা হয়, মডিউলে প্রত্যেক নভোচারীর জন্য আলাদা বসবাসের স্থান রয়েছে। পাশাপাশি সেখানে রয়েছে জিমের ব্যবস্থা। জিমে রয়েছে বিশেষভাবে নকশা করা ট্রেডমিল ও বাইসাইকেল।