ভেজাল সাবান কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেছে আরপিএমপির ডিবি। ছবি: আরপিএমপি

ভেজাল সাবান কারখানায় অভিযান চালিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া সদর জামে মসজিদ-সংলগ্ন শাহীন সোপ ফ্যাক্টরিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযানে ছাই গ্রিন ও গোল্ডেন নামীয় দুই ধরনের লোকাল ব্র্যান্ডসহ বিভিন্ন ধরনের ভেজাল লন্ড্রি সাবান, সাবান তৈরির সামগ্রী, কেমিক্যাল, স্টিকার, মেশিনপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, কারখানার কেমিস্ট নেই, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ ছাড়া শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেই; নেই কর্মীদের চিকিৎসা সনদ।
অভিযানে দেখা যায়, কেমিক্যাল অরক্ষিত ও খোলা জায়গায় রাখা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই; মেশিন অপারেটরও নেই।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার কর্মকর্তার উপস্থিতিতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক মো. জাকির হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এ টাকা অনাদায়ে তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রতিষ্ঠানটিকে সব ত্রুটি সংশোধন করে পণ্য উৎপাদন করার আদেশ দেওয়া হয়।