বিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ সভা শুরু হয়।

নভেম্বর মাসের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

সভার শুরুতেই বিগত মাসের খাতওয়ারি অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সঙ্গে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারি অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করা হয়।

ওই সময় সভাপতি আইনশৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নাসরিন জাহান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ এনামুল হক, উপকমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) মোকতার হোসেন পিপিএম-সেবা, উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, উপকমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুঞা, বিপিএম-বারসহ অনেকে।