পুলিশি হেফাজতে তিন আসামি। ছবি : সংগৃহীত

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। চালকের লাশ উদ্ধারের মাত্র ১৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাবগঞ্জ ফাঁড়িতে এক সংবাদ সম্মেলনে আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার আসামি ফাইয়াজ, সাকিল হাসান ও রাশেদকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, নেশা করে ও জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিন আসামি। ঋণ শোধ করতে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন তাঁরা।

মো. আবু মারুফ হোসেন জানান, গত ৩১ মার্চ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন ভুক্তভোগী কামরুল হাসান। অটোরিকশা ভাড়া করে কামরুলকে কৌশলে দরগাহর মোড়ের একটি বাগানে নিয়ে যান তিন আসামি। একপর্যায়ে পাশের ডোবায় ডুবিয়ে তাঁকে হত্যা করেন আসামিরা। এ সময় কামরুলের অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান তাঁরা। পরে অটোরিকশাটি ৩৫ হাজার টাকায় বিক্রি করে নিজেদের মধ্যে অর্থ ভাগাভাগি করে নেন।

তিনি আরও জানান, গত সোমবার দুপুরে দরগাহ পাড়া এলাকা থেকে কামরুলের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের মাত্র ১৮ ঘণ্টার মধ্যে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়।