পুলিশি হেফাজতে তিন মাদক কারবারি। ছবি: পুলিশ নিউজ

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক তিনটি অভিযানে ২৮ বোতল ফেনসিডিল, সাড়ে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) নগরের কোতোয়ালি ও তাজহাট থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন লালমনিরহাটের মো. রেজাউল করিম (২৬), গাইবান্ধার শ্রী প্রশান্ত চন্দ্র শীল (২১) ও কুড়িগ্রামের মো. আমিনুর মিয়া (৩৫)।

পুলিশ জানায়, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে কোতোয়ালি থানাধীন পিটিসি মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আরেক অভিযানে রাত পৌনে ১০টার দিকে তাজহাট থানাধীন মডার্ন মোড়ের সোনারগাঁ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ প্রশান্ত চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, রাত পৌনে ১২টায় কোতোয়ালি থানাধীন কামারপাড়া বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মো. আমিনুর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।