ফেনসিডিলসহ গ্রেপ্তার দুজন। ছবি : আরপিএমপি

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ২০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) রংপুর কোতোয়ালি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ নম্বর ওয়ার্ডের সুরভী উদ্যানের পাশে ম্যাকডোনাল্ড ফুচকা হাউসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরপিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, আজ গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপির ডিবির উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোতালেব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামিদের ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের নাম মো. আলমগীর কবির (২০); তিনি কোতোয়ালি থানার ২৭ নম্বর ওয়ার্ডের বনানী পাড়া চারতলা মোড়ে বসবাস করেন। মো. আব্দুল কাফি (৩৪); তিনি রংপুরের হারাগাছ থানার ৯ নম্বর ওয়ার্ডের কাছনা এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।