ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলে বিষাক্ত মদ খেয়ে অন্তত ৪২ জন মারা গেছেন। সেই সঙ্গে প্রায় ৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) পুলিশ এ খবর জানিয়েছে। খবর বাসসের।

চলতি সপ্তাহের শুরুর দিকে গুজরাট রাজ্যের অনেক গ্রামে বিক্রি করা বিষাক্ত মদ খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অশোক ইয়াদেব বলেন, ওই মদপানের পর থেকে এ পর্যন্ত বোতাদ জেলায় ৩১ জনের মৃত্যু হয়েছে।

পুলিশের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা ভি চন্দ্রশেখর বলেন, মদ খেয়ে আহমেদাবাদে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

মদপানের ঘটনায় চিকিৎসার জন্য ৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।