শিরোপা জয় উদযাপন করছেন ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির জন্য সমীকরণটা সহজ ছিল। জিতলেই শিরোপা সিটিজেনদের। অপরদিকে লিভারপুলের জন্য হিসাবটা ছিল বেশ কঠিন। জয়ের পাশাপাশি সিটির পরাজয়ের প্রহরও গুনতে হতো। ম্যাচের শুরুতে তেমন ইঙ্গিতই মিলছিল। ৭৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ৫ মিনিটের ব্যবধানে তিন গোল করে গত পাঁচ মৌসুমের মধ্যে চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জয় নিশ্চিত করে সিটিজেনরা। তাই উলভের বিপক্ষে ৩-১ গোলে জিতেও লাভ হয়নি লিভারপুলের।

রোববার (২২ মে) রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৭ মিনিটে পিছিয়ে পড়ে ম্যানসিটি। ক্যাশের গোলে লিড নেয় অ্যাস্টন ভিলা। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ব্যবধান ২-০ করেন কুতিনহো। তখন সিটির শিরোপা জয়ের আশা প্রায় শেষ।

কিন্তু ৭৬ মিনিটে বদলি নেমে ব্যবধান ২-১ করেন গুন্দোগান। ৭৮ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন রদ্রি। তিন মিনিট পরে গোলের একদম মুখ থেকে পা ছুঁইয়ে গুন্দোগান বল পাঠিয়ে দেন জালে। ম্যানসিটি ততক্ষণে শিরোপা উৎসব শুরু করে দিয়েছে। বাকি সময় কোনো গোল না হওয়ায় ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।